Description
এক সন্ধ্যায় দুই বাদল | 24শে মার্চ গিরিশ মঞ্চে অভিনীত হবে একটি নয়, দু’টি বাদল সরকারের নাটক | বাদল-উৎসব বলতে পারেন |
- সন্ধ্যা 6.30-7.30- ‘পাগলাঘোড়া’ ( জাহ্নবী সাংস্কৃতিক চক্র )
- সন্ধ্যে 7.30-8.30- ‘প্রলাপ’ ( GUJOB )
প্রথম নাটক
জাহ্নবি সাংস্কৃতিক চক্র প্রযোজিত
পাগলা ঘোড়া
নাটক – বাদল সরকার
পরিচালনা – সমরজিৎ দাস
সারসংক্ষেপ – মানুষের জেতা বা হারা সবটাই নির্ভর করে পরিস্থিতির উপর। মানুষ যদি নিজে থেকে ভেবে নেয় সে জিতে গেছে বা হেরে গেছে, সেটা কখনোই প্রযোজ্য হবেনা যতক্ষণ না তাতে বাস্তবের শান পড়বে।
নাট্যকার বাদল সরকার রচিত ‘পাগলাঘোড়া’ নাটকটিও ৮টি মানুষের হেরে যাওয়ার এবং নিজের কাছে জিততে চাওয়ার গল্প। মূলত ৪টি পুরুষের জীবনকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হয়েছে। শ্মশানে একটি মেয়ের মৃতদেহ পোড়াতে এসে প্রসঙ্গক্রমে নিজেদের জীবনের অপরিণত প্রেমের কথা মনে পড়ে যায় শশী, সাতু, হিমাদ্রি ও কার্তিকের।
তারা বুঝতে পারে মালতী, লছমি, মিলি-দের কাছে জিতে গিয়েও, হেরে গেছে তারা জীবনের কাছে।
সময় – ৬.৩০ থেকে ৭.৩০
দ্বিতীয় নাটক
আনন্দপুর গুজব থিয়েটার গ্রুপ প্রযোজিত
প্রলাপ
নাটক – বাদল সরকার
পরিচালনা ও সম্পাদনা – বিশ্বাবসু
সারসংক্ষেপ – লেখকের মৃত্যু ঘটিয়েছিলেন রলাঁ বার্ত। এমন এক পরিসর তৈরি করতে চেয়েছিলেন, যেখানে চরিত্ররা প্রশ্নে ছিন্নভিন্ন করতে পারে সৃষ্টিকর্তাকে, লেখকের কর্তৃত্বকে দাঁড় করাতে পারে প্রশ্নের মুখে। বাদল সরকারের নাটক ‘প্রলাপ’-এও ‘মানব’ নামক একটি আইডিয়াকে ঘিরে প্রশ্ন, প্রতিতর্ক, সংলাপের অন্তর্ঘাতে জড়ায় তরুণ, জ্যোতি, ফটিক, ছায়া-রা। নাট্যকার এখানে নিজেও হয়ে যায় অনিশ্চিত। মানুষ এক পর্যায়ে তার জীবনের মৌলিক উপাদানগুলির উপর আর কর্তৃত্ব বজায় রাখতে পারে না। তাই এই নাট্যে নাট্যকারের অস্তিত্ব ঘিরেই তৈরি হয় এক অনিশ্চয়তা। এই জটিল টেক্সটকে এই শূন্য সময়ের কাড়ানাকাড়ায় নতুন করে চিনতে চেয়েছে ‘গুজব’, অথবা চায়নি।
সময় – ৭.৩০ থেকে ৮.৩০
একটি টিকিটেই দেখতে পারবেন দুটি নাটক | টিকিট মূল্য মাত্র 150 টাকা এবং 100 টাকা
স্থান – Girish Mancha
ঠিকানা – Girish Mancha
78, KMC Quarters, 1, Baghbazar St, Baghbazar, Kolkata, West Bengal 700003
যোগাযোগ : 8697760791 / 7980771454